কৃষক আন্দোলন; Peasant movement

Ad Code

কৃষক আন্দোলন; Peasant movement

 

University of Burdwan

4th Semester (Honours)

Political Science

Paper: CC-11; Social Movements in India

ভূমিকাঃ

          ভারতে কৃষক আন্দোলন ছিল মূলত কোম্পানির ভূমি রাজস্ব, শোষণ ও জমিদার বা জোতদারদের অত্যাচর ও উৎপীড়নের বিরুদ্ধে এক প্রতিবাদী আন্দোলন। ব্রিটিশ শাসনাধীন ভারত থেকে শুরু করে স্বাধীন ভারত সব ক্ষেত্রে সবথেকে বেশি অত্যাচারিত হয়েছে এই কৃষক সমাজ।

কৃষক আন্দোলনঃ

সাধারণভাবে কৃষক আন্দোলন হল কৃষকদের ন্যায়সংগত অধিকার রক্ষা এবং দাবী আদায়ের এক সংঘবদ্ধ আন্দোলন। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের মধ্য দিয়ে এদেশের কৃষক শ্রেণীর উপর যে নির্যাতন-নিপীড়ন নেমে আসে ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। ইংরেজ তথা কোম্পানির অযাচিত ভূমি রাজস্ব বৃদ্ধির প্রবণতা এবং ভূম্যাধিকারী শ্রেণীর অত্যাচারে জর্জরিত কৃষককুল তাদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বাংলা তথা ভারতের বিভিন্ন অংশে যে সংগঠিত আন্দোলন গড়ে তোলে তাই সাধারণভাবে কৃষক আন্দোলন নামে খ্যাত।

কৃষক আন্দোলনের প্রকৃতি বা বৈশিষ্ট্যঃ

বিশ শতক থেকে শুরু করে বর্তমান ভারতের সংঘটিত কৃষক আন্দোলনগুলি পর্যালোচনা করলে এর নিন্মলিখিত প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় । যেমন —

(১) ধর্মসংস্কার আন্দোলনঃ

ভারতে কৃষক আন্দোলনগুলি প্রথম দিকে মূলত ধর্মসংস্কার আন্দোলন হিসেবে শুরু হয় এবং পরবর্তিতে তা জমিদার, মহাজন ও ব্রিটিশ-বিরোধী আন্দোলনে পরিণত হয়। এক্ষেত্রে উদাহরণ হিসেবে পাগলপন্থী আন্দোলন, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন প্রভূতি কৃষক আন্দোলনের কথা উল্লেখ করা যায়। দেবযানী সেনগুপ্ত তাঁর ‘Peasant Movement in India’  শীর্ষক প্রবন্ধে কৃষক আন্দোলন সংগঠিত করার পেছনে ধর্মের গুরুত্বপুর্ণ ভূমিকার বিষয়টি উল্লেখ করেছেন।  

(২) আন্দোলনের উৎসস্থলঃ

কৃষক আন্দোলনগুলির মূল উৎসস্থল ছিল গ্রামাঞ্চল। বেশিরভাগ কৃষক আন্দোলন মূলত গ্রামাঞ্চলের সাধারন কৃষকদের নিয়েই সংগঠিত হয়। এই আন্দোলনে বিধিবদ্ধ সংগঠন, কোনো সুগঠিত নীতি বা নেতৃত্ব কোনোটাই ছিলোনা। ফলে প্রাথমিক পর্যায়ে এই আন্দোলনগুলি ছিল অসংগঠিত, বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন প্রকৃতির।

(৩)আন্দোলনের উদ্দেশ্যঃ

যদিও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদই ছিল কৃষক আন্দোলনের মূল উদ্দেশ্য তবে কিছু কিছু ক্ষেত্রে কৃষক আন্দোলন রাজনৈতিক বিষয়ের সাথেও জাড়িয়ে পড়েছিল। প্রথম দিকে কৃষকরা জমিদার ও মহাজনদের অত্যাচার, শোষণ এবং ব্রিটিশদের উচ্চহারে অবৈধ খাজনা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে সামিল হলেও পরবর্তীতে তাঁরা ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন এবং জমির মালিকানা আদায়ের  বা জমিদারি প্রথার উচ্ছেদ ঘটানোর জন্যও আন্দোলন সংঘটিত করে।

(৪) অসংগঠিত আন্দোলনঃ

কৃষক আন্দোলনগুলি বিশেষ কিছু অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। এক অঞ্চলের কৃষক আন্দোলনের সঙ্গে অন্য অঞ্চলের কৃষক আন্দোলনের মধ্যে তেমন কোনো পারস্পরিক যোগাযোগ বা সংযোগ-সম্পর্ক গড়ে ওঠেনি। ফলে প্রথম দিকে তেমন কোনো কৃষক সংগঠনও গড়ে ওঠেনি। আন্দোলনগুলিকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে যে সাময়িক ঐক্য ও সংহতি গড়ে উঠেছিল, আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে সেগুলির অবসান ঘটে ।

(৫) আন্দোলনের নেতৃত্বঃ

কৃষক বিদ্রোহগুলি বেশিরভাগ ক্ষেত্রে জমিদার, মহাজন, সামন্তগোষ্ঠী এবং ব্রিটিশদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। আবার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বেশকিছু জমিদার বা সামন্তপ্রভু কৃষকবিদ্রোহে অংশ গ্রহণ করেছিলেন এবং তারা কৃষকবিদ্রোহে নেতৃত্বও দিয়েছিলেন । বেশিরভাগ কৃষক আন্দোলনগুলিতে দেখা যায় আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকেই কোনো সাধারণ কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন ।

 

কৃষক বিদ্রোহের কারণ

ভারতে ব্রিটিশ রাজত্বের সূচনা থেকেই অর্থাৎ ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে জয়লাভের পর থেকে একের পর এক কৃষক বিদ্রোহ সংঘটিত হয় । এই সব কৃষক বিদ্রোহের অনেকগুলি কারণ ছিল, যেমন :

(১) কোম্পানি প্রবর্তিত নতুন ভূমিরাজস্ব নীতিঃ 

ব্রিটিশ শাসনের প্রথমদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রবর্তিত নতুন ভূমিরাজস্ব নীতি ও ভুমিরাজস্ব ব্যবস্থা, ভারতীয় সমাজ ব্যবস্থার সঙ্গে সংগতিবিহীন নতুন আইন ও বিচারব্যবস্থা এবং সেইসাথে রাজস্ব আদায়ের নামে আমিলদার ও ইজারাদারদের নির্মম অত্যাচার ভারতীয় কৃষকদের ব্যাপকভাবে ব্রিটিশ বিরোধী করে তোলে। চিরস্থায়ী বন্দোবস্ত, মহলওয়ারি, রায়তওয়ারি ও অন্যান্য ধরণের রাজস্বব্যবস্থা এবং নতুন ভুমিরাজস্ব ব্যবস্থায় ভুমিরাজস্বের হার অনেক বেশি হওয়ায় ভারতের গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো প্রায় ভেঙ্গে পড়ে ।

(২) শিল্পবিপ্লবঃ

 অষ্টাদশ শতাব্দীর শেষভাগে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয়। এই শিল্পবিপ্লবের ফলে প্রচুর পরিমানে ইউরোপীয় পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করলে ভারতীয় কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। ভারতীয় পণ্যের তুলনায় এইসব পণ্যের দাম কম হওয়ায় ভারতীয় বাজার বিদেশী পণ্যে ভরে যায়। ফলে কুটির শিল্পের উপর নির্ভরশীল কৃষকরা তাই ব্রিটিশ বিরোধী হয়ে ওঠেন ।

৩) ঔপনিবেশিক শাসন, শোষণ ও অত্যাচারঃ

          উপনিবেশিক শাসন, শোষণ ও অত্যাচার ভারতে কৃষক আন্দোলনের অন্যতম কারণ। ইউরোপের নীলকর সাহেবরা এদেশের কৃষকদের নীলচাষে বাধ্য করে। কৃষকদের ওপর ক্রীতদাসত্বের মত শর্তাদি চাপিয়ে দেওয়া হয়। কৃষকরা ভূমিদাসে পরিণত হয়। অবাধ্য কৃষকদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। কৃষকরা অলাভজনক নির্ধারিত দামে উৎপাদিত পণ্য বিক্রি করতে বাধ্য হয়।

৪) গ্রামীণ মহাজনদের শোষণঃ

          কোম্পানি প্রবর্তিত ভূমি রাজস্ব নীতির ফলে যেসব মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব হয়েছিল তাঁদের মধ্যে অন্যতম ছিল মহাজন শ্রেণী। মহাজন শ্রেণী কৃষকদের পরের বছরের চাষবাদ করার জন্য চড়া সুদে টাকা ধার দিত ফলে কৃষকদের স্থাবর অস্থাবর সবকিছু গ্রামীণ মহাজনের কাছে বাঁধা পড়লো। চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ বাড়তে বাড়তে কৃষক পরিবারগুলির ওপর সুদের পাহাড় চেপে বসলো। ফলে একসময় কৃষকদের সমস্থকিছু মহাজন শ্রেণীর হাতে চলে যায়।


     

এই পেপারের ওপর অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

১) সামাজিক আন্দোলন কাকে বলেএর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

২) ভারতে 'নতুন সামাজিক আন্দোলনের উপর একটি টীকা লেখ । ৫ (২০২১)

৩) ভারতে 'পুরাতনসামাজিক আন্দোলনের উপর অতি সংক্ষিপ্ত টাকা লেখো। ভারতে 'নব্যসামাজিক আন্দোলনের একটি উদাহরণ দাও ৫ (২০১৯)

৪) সাবেকি ও নব্য সামাজিক আন্দোলনের পার্থক্য নির্ণয় করো। ৫ (২০২০)

৫) ভারতের পুরাতন ও নতুন সামাজিক আন্দোলনের মধ্যে যে কোনো তিনটি পার্থক্য চিহ্নিত কর। ৫ (২০২১)

৬) ভারতের 'পুরাতনএবং 'নতুনসামাজিক আন্দোলনগুলির মধ্যেকার পার্থক্যগুলি চিহ্নিত করো। ১০(২০২২)


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে


দ্বিতীয় অধ্যায়

১) কেন সংরক্ষণ নীতিসমূহকে ইতিবাচক বৈষম্য বলা হয়৫ (২০২১)

২) ভারতের সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। এই সংরক্ষণ নীতিসমূহকে কেন 'সদর্থক বা ইতিবাচক বৈষম্যবলা হয়ে থাকে৫ (২০১৯)

৩) দলিত প্যান্থার আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখা ৫ (২০২০)

৪) ভারতে প্যান্থার আন্দোলনের একটি রূপরেখা দাও। এই আন্দোলনের আদর্শগত ভিত্তিটি উল্লেখ করো। ১০ (২০১৯)

৫) ভারতে দলিত আন্দোলনের প্রকৃতি বিষয়ে সমালোচনামূলক নিবন্ধ লেখ। ১০ (২০২০)

৬) ভারতে দলিত প্যান্থার আন্দোলনের একটি রূপরেখা দাও। এই আন্দোলনের আদর্শগত ভিত্তিটি উল্লেখ করো। ১০ (২০২২)

৭) ভারতে দলিত আন্দোলনের একটি রূপরেখা দাও। ১০ (২০২১)

 

তৃতীয় অধ্যায়

১) ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংহত হয়ে ওঠার প্রেক্ষাপটটি বিশ্লেষণ করো। ভারতীয় জাতীয় কংগ্রেসের অনুমোদিত ট্রেড ইউনিয়ন সংগঠনটির নাম লেখো। ১০ (২০১৯

২) দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে শ্রমিক আন্দোলনের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। ১০ (২০২০)

৩) ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংহত হয়ে ওঠার প্রেক্ষাপটটি বিশ্লেষণ কর। ১০ (২০২১)

৪) ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের দুর্বলতাগুলি চিহ্নিত করো। ৫ (২০২০)

৫) ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের দুর্বলতাগুলি কী৫ (২০২২)

৬) ভারতের যে কোনো একটি বৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠনের নাম উল্লেখ করো। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণার্থে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ভূমিকা সংক্ষেপে লেখো। ৫ (২০১৯)

৭) নিখিল ভারত ট্রেড ইউনিয়নে কংগ্রেসের (AITUC) ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২০)

8) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)

৯) AITUC-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। INTUC-এর পুরো নাম লেখো। ৫ (২০২২)


চতুর্থ অধ্যায়

১) ভারতের কৃষক আন্দোলনের দুর্বলতা বিষয়ে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২০)

২) ভারতের কৃষক আন্দোলনের প্রধান দূর্বলতাগুলি চিহ্নিত কর। ৫ (২০২১)

৩) তেলেঙ্গানার কৃষক আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। কোন রাজ্যে এই আন্দোলন সংঘটিত হয়১০ (২০২০)

৪) ভারতে তেলেঙ্গানা কৃষক আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২১)

৫) তেলেঙ্গানা আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ভারতের কোন প্রদেশ রাজ্যে এই আন্দোলন সংগঠিত হয়েছিল৫ (২০২২)

৬) ভারতে 'তেভাগা আন্দোলনের একটি রূপরেখা দাও। ১০ (২০২১)

৭) কোন সময়ে 'তেভাগাআন্দোলন সংঘটিত হয়েছিল? 'তেভাগা আন্দোলন কোন কোন ইস্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল৫ (২০১৯)

৮) তেভাগা আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী ছিল৫ (২০২০)

৯) তেভাগা আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী ছিল৫ (২০২২)


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে

 

পঞ্চম অধ্যায়

১) 'নারীবাদ'-কে তুমি কীভাবে সংজ্ঞায়িত করবেভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতিটি বিশ্লেষণ করো। ১০ (২০১৯)

২) ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। ৫ (২০২০)

৩) ভারতে নারী আন্দোলনের মুখ্য বৈশিষ্টগুলি আলোচনা করো। ১০ (২০২০)

৪) ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো।৫ (২০২১)

৫) ভারতে নারী আন্দোলনের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২১)

৬) ভারতের নারী আন্দোলনের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের নারী আন্দোলনের দুজন নেতা / নেত্রীর নাম লেখো। ১০ (২০২২)

৭) পিতৃতন্ত্রকে তুমি কীভাবে সংজ্ঞায়িত করবে। ভারতে নারীবাদী আন্দোলনের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)


ষষ্ঠ অধ্যায়

১) ভারতে পরিবেশ আন্দোলনের বৈশিষ্টগুলি চিহ্নিত করো।। ১০ (২০২০)

২) পরিবেশের ক্ষয়ের আলোকে ভারতে পরিবেশ আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। কোন বছরে 'চিপকোআন্দোলন শুরু হয়েছিল১০ (২০১৯)

৩) পরিবেশ সমস্যা সমাধানে ভারত সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলি কী কী৫ (২০২২)

৪) ভারতের পরিবেশ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। স্থায়ী উন্নয়ন বলতে তুমি কী বোঝো১০ (২০২২)

৫) চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। চিপকো আন্দোলনের দুজন নেতার নাম লেখো। ৫ (২০২২)

৬) চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২০)

৭) পরিবেশ ক্ষয়ের আলোকে ভারতে চিপকো আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ কর। ১০ (২০২১)

৮) নর্মদা বাঁচাও আন্দোলনের যে কোনো একজন গুরুত্বপূর্ণ নেতার নাম লেখো। অতি সংক্ষেপে এই আন্দোলনের বর্ণনা।৫ (২০১৯)

৯) ভারতে নর্মদা বাঁচাও আন্দোলনের উপর একটি টীকা লেখ। ৫ (২০২১)


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে


Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code